২৬ জুন ২০২৪, বুধবার



আইফা সেরা পুরস্কার পেলেন যারা

বিনোদন ডেস্ক || ২৮ মে, ২০২৩, ০৩:০৫ পিএম
আইফা সেরা পুরস্কার পেলেন যারা


সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত হলো ২০২৩ সালের আইফা অ্যাওয়ার্ডস। অভিষেক বচ্চন থেকে শুরু করে অনিল কাপুর, সালমান খান, ভিকি কৌশল, রীতেশ দেশমুখ, সারা আলি খানের মতো বহু তারকা উপস্থিত ছিলেন এবারের আইফায়। আর সেই মঞ্চেই আবারও সেরার তকমা ছিনিয়ে নিলেন আলিয়া ভাট ও হৃত্বিক রোশন। ২০২২ সালের শুরুতেই মুক্তি পেয়েছিল আলিয়ার ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। সে ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। অন্যদিকে ‘বিক্রম বেধা’ সিনেমার জন্য সেরা অভিনেতার সম্মান পেলেন হৃত্বিক।

তবে এ বছর আইফা অ্যাওয়ার্ডসে সবচেয়ে বেশি পুরস্কার ঝুলিতে ভরেছে ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান শিবা’। ঠিক এর পিছনেই রয়েছে সঞ্জয় লীলা বনশালির ‘গাঙ্গুবাই। সেরা অভিনেত্রীর পাশাপাশি সেরা সংলাপ, সেরা চিত্রগ্রাহকসহ একাধিক পুরস্কার জিতেছে বানশালির ছবিটি।

এ বছর আইফার মঞ্চে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছে প্রবীণ অভিনেতা কমল হাসানের হাতে। অন্যদিকে, ‘যুগ যুগ জিও’ ছবির সৌজন্যে পুরস্কার জিতেছেন বলিউডের এভারগ্রিন অভিনেতা অনিল কাপুরও। এবারের অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিষেক বচ্চন ও ভিকি কৌশল।

এক নজরে দেখে নেয়া যাক আইফা অ্যাওয়ার্ডস ২০২৩-এর বিজয়ীদের তালিকা।

সেরা অভিনেতা : হৃতিক রোশন (বিক্রম বেদা)

সেরা অভিনেত্রী : আলিয়া ভাট (গাঙ্গুবাই কাথিয়াওয়ারি)

সেরা সিনেমা : দৃশ্যম-টু

সেরা পরিচালক : আর মাধবন (রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট)

সেরা প্লেব্যাক গায়ক : অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র সিনেমার কেশরিয়া গানের জন্য)

সেরা প্লেব্যাক গায়িকা : শ্রেয়া ঘোষাল (ব্রহ্মাস্ত্র সিনেমার রসিয়া গানের জন্য)

সেরা গীতিকার : অমিতাভ ভট্টাচার্য (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান সিনেমার কেশরিয়া গানের জন্য)

সেরা সংগীত পরিচালক : প্রীতম (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান সিনেমার জন্য)

সেরা নবাগত অভিনেতা : শান্তনু মহেশ্বরী (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি) ও বাবিল খান (কালা)

সেরা নবাগত অভিনেত্রী : খুশিলী কুমার (ধোকা অ্যারাউন্ড দ্য কর্নার)

সেরা সহ-অভিনেতা : অনিল কাপুর (জুগজুগ জিয়ো)

সেরা সহ-অভিনেত্রী : মৌনি রায় (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান)

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন