২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || ১৬ জুলাই, ২০২৩, ০৫:৩৭ পিএম
আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ


আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতলো টাইগাররা।

রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে তাসকিন, মোস্তাফিজ ও সাকিবের বোলিং তোপে ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১১৬ রানেই আটকে যায় আফগানিস্তান। এরপর বৃষ্টি আইনে আফগানদের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের লক্ষ্যে মাত্র ১১৯ রানের সহজ লক্ষ্য পায় টাইগাররা। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৬.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সাকিব বাহিনী।

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার লিটন কুমার দাস ও আফিফ হোসেন। উদ্বোধনীতে তারা গড়েন ৬৭ রানের জুটি। এরপর মাত্র ৯ রানের ব্যবধানে ফেরেন লিটন, আফিফ ও শান্ত। 

এবছর ঘরের মাঠে শক্তিশালী ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টিতে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তারপর আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় টাইগাররা। এবার আফগানদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও ২-০ ব্যবধানে নিজেদের করে নিলো চণ্ডিকা হাথুরুসিংহের দল।

এই জয়ে দ্বিতীয়বারের মতো টানা তিন ম্যাচের সিরিজ জিতল স্বাগতিকরা। এর আগে ২০২১ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেছিল টাইগাররা।

বোলিংয়ে চার ওভারে ৩৩ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন তাসকিন। এ ছাড়া ২টি করে উইকেট পান মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। অলরাউন্ড পারফর্ম করা সাকিব ম্যাচ ও সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন