১৮ মে ২০২৪, শনিবার



অর্থনীতি
প্রিন্ট

দাম বেড়েছে বিমা শেয়ারের

স্টাফ রিপোর্টার || ১৮ অক্টোবর, ২০২৩, ০৫:১০ পিএম
দাম বেড়েছে বিমা শেয়ারের


টানা কয়েকদিন দাম কমার পর আবারও চমক দেখিয়েছে বিমা খাতের শেয়ার। ফলে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবারও (১৮ অক্টোবর) দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারায় লেনদেন হয়েছে।

বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে চারটির শেয়ারের দাম কমার বিপরীতে ৪৩টির দাম বেড়েছে। অর্থাৎ বিমা খাতের অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে। যা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকে অবদান রেখেছে। এদিন ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৪ পয়েন্ট। এদিকে ট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৩ পয়েন্ট। তবে সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।

ডিএসইর তথ্য মতে, বুধবার দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে। ডিএসইতে ৩০১টি প্রতিষ্ঠানের ৭ কোটি ১৫ লাখ ৮৮ হাজার ১৬টি শেয়ার, মিউচুয়াল ফান্ড এবং বন্ডের হাত বদল হয়েছে। তাতে ডিএসইতে লেনদেন হয়েছে ৫১২ কোটি ২১ লাখ ৬২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৭২ কোটি ২১ লাখ ৫১ হাজার। এদিন ডিএসইতে ৮৫টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ৬৩টি কোম্পানির শেয়ারের দাম। আর অপরিবর্তিত রয়েছে ১৫৩টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক দশমিক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬২ পয়েন্টে। ডিএস-৩০ সূচক দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৯ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সোনালী পেপারের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল রয়েল টিউলিপ সি পার্লের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল সোনালী আঁশের শেয়ার। এরপর যথাক্রমে ছিল- জেমিনি সি ফুড, খান ব্রাদার্স পিপি ওভেন বেগ, দেশবন্ধু, ফুওয়াং ফুড, স্কয়ার ফার্মা, এমারেল্ড ওয়েল এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। অন্যদিকে, সিএসইর প্রধান সূচক ১৩ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৯ পয়েন্টে। সিএসইতে ১৪১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ৪৪টির ও অপরিবর্তিত রয়েছে ৫২টির।

দিন শেষে সিএসইতে ৪ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৭৪০ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৯ কোটি ৬৪ লাখ ৭৪ হাজার ৯৮১ টাকার।

ঢাকা বিজনেস/তারেক/এনই



আরো পড়ুন