মেজর লিগে সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। খবরটি মেসি ভক্তদের জন্য বেশ পুরনো। কিন্তু ক্লাবটিতে তার আনুষ্ঠানিকতা কিংবা পরিচয় করিয়ে দেওয়া ও কবে মাঠে নামবে সে বিষয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহের শেষ নেই। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে সুখবর এলো মেসি ভক্তদের জন্য।
শুক্রবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইন্টার মায়ামি জানিয়েছে, আগামী ১৬ জুলাই মেসিকে ক্লাবটির জার্সিতে তাদের স্টেডিয়ামে উপস্থান করা হবে। ওইদিনই তাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে মেসির।
ফ্রান্স ভিত্তিক গণমাধ্যম আরএমসি স্পোর্টসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এছাড়া আগামী ২১ জুলাই প্রথমবারের মতো মায়ামির জার্সিতে খেলতে নামতে পারেন মেসি। এমনটাই জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়, ‘আকর্ষণীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এমএলএস একটি অনুষ্ঠান আয়োজন করেছে। যেখানে খেলোয়াড় ও ক্লাবের পক্ষ থেকে বক্তৃতা ও আরও কিছু বিষয় থাকবে। এই বিষয়ে বিস্তারিত জানানো হবে শিগগিরই।’
অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আয়োজন করা হবে। একই অনুষ্ঠানে মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ ও বন্ধু সার্জিও বুসকেটসকেও অভ্যর্থনা দেওয়ার কথা জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
ঢাকা বিজনেস/এমএ/