০২ জুন ২০২৪, রবিবার



টাঙ্গাইলের মির্জাপুরে ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

টাঙ্গাইল করেসপন্ডেন্ট || ২৯ জুলাই, ২০২৩, ১১:০৭ এএম
টাঙ্গাইলের মির্জাপুরে ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫


টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে এসএসসিতে শতভাগ জিপিএ-৫ পেয়েছেন। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় কলেজ থেকে ৪৭ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

বরাবরের মতো এবারও মির্জাপুর ক্যাডেট কলেজ ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে। এতে উচ্ছ্বসিত শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক ও অভিভাবকরা। গত বছরও ৫০ জন পরীক্ষার্থী এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন। 

কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী বলেন, ‘ফলাফলে বিগত বছরগুলোর ধারাবাহিকতা বজায় রাখায় শিক্ষার্থীদের অভিনন্দন জানাই।’ 

নোমান/এইচ



আরো পড়ুন