২৬ জুন ২০২৪, বুধবার



ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে কে

ক্রীড়া ডেস্ক || ১৬ নভেম্বর, ২০২৩, ০১:১১ পিএম
ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে কে


নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে চলমান ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। এবার দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠতে আজ মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

এবারের আসরে গ্রুপ পর্বে ৯টি ম্যাচে ৭ জয়ে দুর্দান্ত দাপটের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ চার মোকাবেলায় প্রতিটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছে প্রোটিয়ারা। সর্বশেষ চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে অজিদের ১৩৪ রানে হারায় দক্ষিণ আফ্রিকা । 

অন্যদিকে প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর টানা সাত ম্যাচে জিতে সেমিফাইনালে এসেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। 

চলুন দেখে আসি দুই দলের হেড-টু-হেড রেকর্ড :

শেষ ১০ লড়াই :

৬ জুলাই ২০১৯, ম্যানচেস্টার : দক্ষিণ আফ্রিকা ১০ রানে জয়ী

২৯ ফেব্রুয়ারি ২০২০, পার্ল : দক্ষিণ আফ্রিকা ৭৪ রানে জয়ী

৪ মার্চ ২০২০, ব্লোয়েমফন্টেইন : দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী

৭ মার্চ ২০২০, পচেফস্ট্রুম : দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী

৭ সেপ্টেম্বর ২০২৩, ব্লোয়েমফন্টেইন : অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী

৯ সেপ্টেম্বর ২০২৩ : ব্লোয়েমফন্টেইন : অস্ট্রেলিয়া ১২৩ রানে জয়ী

১২ সেপ্টেম্বর ২০২৩, পোচেফস্ট্রুম : দক্ষিণ আফ্রিকা ১১১ রানে জয়ী

১৫ সেপ্টেম্বর ২০২৩, সেঞ্চুরিয়ন : দক্ষিণ আফ্রিকা ১৬৪ রানে জয়ী

১৭ সেপ্টেম্বর ২০২৩, জোহানেসবার্গ : দক্ষিণ আফ্রিকা ১২২ রানে জয়ী

১২ অক্টোবর ২০২৩, লাখনৌ : দক্ষিণ আফ্রিকা ১৩৪ রানে জয়ী

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন