২৬ জুন ২০২৪, বুধবার



অর্থনীতি
প্রিন্ট

৩৫ লাখ মেট্রিক টন ধারণক্ষমতার গুদাম করবে সরকার: খাদ্যমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ০২ জুলাই, ২০২৩, ০৬:০৭ পিএম
৩৫ লাখ মেট্রিক টন ধারণক্ষমতার গুদাম করবে সরকার: খাদ্যমন্ত্রী


সরকার  ৩৫ লাখ মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম নির্মানের পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার (২ জুলাই) দুপুরে নওগাঁর মহাদেবপুরে ১ হাজার মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এতথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে ২১ লাখ ৮০ হাজার মেট্রিক টন খাদ্য শস্য ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম রয়েছে। ধারণ ক্ষমতা বাড়িয়ে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে কৃষকদের থেকে সরকারিভাবে আরও অতিরিক্ত ফসল ক্রয় করে তাদের উৎপাদিত পণ্যের নায্য মূল্য নিশ্চিত করা সম্ভব হবে। কারণ শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার কৃষক বান্ধব সরকার।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘সরকার ১৫০০ কোটি টাকা ব্যয়ে সারাদেশে আরও ২০০টি প্যাডী সাইলো নির্মানের পরিকল্পনা নিয়েছে। ইতোমধ্যে ৩০টি সাইলো নির্মান কাজের প্রক্রিয়া শুরু হয়েছে। এসব সাইলো সম্পূর্ণভাবে ডিজিটালইজড প্রক্রিয়ায় নির্মিত হচ্ছে।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘কৃষকরা ক্ষেত থেকে কাঁচা ধান সরাসরি এসব সাইলো'তে দিলে প্রয়োজনীয় আদ্রতা নিশ্চিত হয়ে গুদামজাত হবে। এ ছাড়াও প্রতিটি গুদাম ডিজিটাইজড করে সরকারের কঠোর নজরদারী বলবৎ থাকবে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানের যে উদ্যোগ নিয়েছেন তা বাস্তবায়নের অংশ হিসেবে খাদ্য ব্যবস্থা আরও গতিশীল করার লক্ষেই এসব পরিকল্পনা সরকার হাতে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘শীঘ্রই নওগাঁয় একটি বাফার গুদাম নির্মানের কাজ শুরু হবে। সান্তাহারে অবস্থিত বাফার গুদাম থেকে সার উত্তোলন করতে গিয়ে নওগাঁর সার ডিলারদের নান রকম ভোগান্তির শিকার হতে হয়। কৃষিভিত্তিক জেলা নওগাঁর কৃষকদের নির্বিঘ্নে সার সরবরাহের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন