দিনাজপুরের হিলিতে ঘন কুয়াশা আর প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। বাস, ট্রেনসহ সব যানবাহনকে সকাল ১০টা পর্যন্ত হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। প্রতিটি ট্রেন চলছে বিলম্বে।
সবচেয়ে বেশি দূর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শনিবার ( ৩১ ডিসেম্বর) দিনাজপুর জেলায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. আসাদুজ্জামান বিষয়টি জানিয়েছেন।
হিলি-বগুড়া রুটের বাস চালক মো. ওসমান গণি বলেন, ‘ঘন কুয়াশা ও যাত্রী সংকটের কারণে হিলি থেকে বিভিন্ন রুটের বাস ছেড়ে যাচ্ছে বিলম্বে। ঘন কুয়াশার কারণে দ্রুত গতিতে গাড়ি চালানো যাচ্ছে না। তাই গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে। এছাড়া রয়েছে যাত্রী স্বল্পতা।’
অটো বাইক চালক মো. রফিকুল ইসলাম বলেন, ‘প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এর ফলে অটো নিয়ে বের হলেও যাত্রী না থাকায় খালি অটো নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে।’
হিলি স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী ঢাকা বিজনেসকে বলেন, ‘কুয়াশার কারণে ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস সকাল ৬টায় হিলি ছেড়ে যাওয়ার সময় থাকলেও আজ শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ছেড়ে গেছে। চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস সোয়া ৮টায় হিলি ছেড়ে যাওয়ার সময় থাকলেও সাড়ে ১০টায় ছেড়ে গেছে। এভাবে প্রতিটি ট্রেন বিলম্বে চলাচল করছে।’
বুলু/এম