ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড ভিসতা। কোয়ালিটি ব্র্যান্ড সেনসেশন হিসেবে ভিসতা এরইমধ্যে গ্রাহকমহলে ব্যাপক সুনাম কুঁড়িয়েছে। কোয়ালিটি বা পণ্যমাণের দিক দিয়ে ভিসতা দেশের এক নম্বর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে দেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজারে।
২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ২০২৩ সালের ১ জানুয়ারি। নতুন বছরের প্রথম দিন মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩ এ প্রথমবারের মতো অংশ নিলেও সবার আগে প্রস্তুতি শেষ করেছে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড। ভিসতার মিনি প্যাভিলিয়ন নম্বর জিএস-২৬। মূল মেলা প্রাঙ্গণে দুটি বড় হল রয়েছে, ‘এ’ এবং ‘বি’। ভিসতার প্যাভিলিয়ন প্রথম হল ‘এ’-তে। মূল গেট দিয়ে প্রবেশ করলে হাতের বামে পড়বে হল ‘এ’। মূল চলাচল পথের বা পাশে ভিসতা মিনি প্যাভিলিয়ন।
জানা গেছে, ভিসতা’র নিমার্ণ কাজ সবার আগে শেষ হয়েছে। নির্মাণ এবং প্যাভিলিয়ন সাজানোর কাজ শেষ হয়েছে বেশ কয়েকদিন আগেই। এখন শুধু পণ্য ডিসপ্লে করলেই পূর্ণাঙ্গ রূপ পাবে ভিসতা। এরইমধ্যে মেলা কর্তৃপক্ষ ভিসতা প্যাভিলিয়ন পরিদর্শন করেছে এবং সবার আগে কাজ শেষ করায় সন্তোষ প্রকাশ করেছে।
ভিসতা ইলেকট্রনিক্সের নির্বাহী পরিচালক তানভীর জিহাদ জানান, প্যাভিলিয়নের জায়গা বরাদ্দ নিশ্চিত হওয়ার পর পরই তারা ডিজাইন ফাইনাল করেছেন। কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময় ধরে কাজ শুরু করে তারা সবার আগেই শেষ করে ফেলেছেন। পাশে আরো প্যাভিলিয়ন থাকায় ক্রেতা-দর্শনার্থীদের জন্য দু’পাশে খোলা রেখেছেন। অন্য দু’পাশে প্রোডাক্ট ডিসপ্লে হবে। এরইমধ্যে ব্র্যান্ড প্রমোটর নিয়োগ, প্রশিক্ষণসহ সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ভিসতা।’
ভিসতা কর্মকর্তা ফয়সাল ইসলাম শশী জানান, বাংলাদেশের বাজারে প্রথম অ্যান্ড্রয়েড টিভি পরিচিত করেছে ভিসতা। মানের দিকে ভিসতা এক কথায় বাংলাদেশের সেরা। গুগল সার্টিফায়েড অ্যান্ড্রয়েড-১১ টিভি থাকছে তাদের ফ্ল্যাগশিপ পণ্য হিসেবে। ভিসতা’র বড় পর্দার টিভির এখন ভীষণ চাহিদা। বিশেষ করে ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি, ৭৫ এবং ৮৬ ইঞ্চি ভিসতা টিভির চাহিদা বেশি। মানে সেরা আবার দামে অন্যদের চেয়ে কম হওয়ায় সচেতন গ্রাহকরা এখন ভিসতা টিভি কিনছেন।
জানা গেছে, মেলায় ভিসতা ব্র্যান্ডের ৩২ ইঞ্চি থেকে শুরু করে ৮৬ ইঞ্চির অ্যান্ড্রয়েড টিভি পাওয়া যাবে। মেলা উপলক্ষে ২০ শতাংশ ছাড়ের পাশাপাশি থাকবে ফ্রি হোম ডেলিভারি এবং ফ্রি ইনস্টলেশন। মেলায় আসছে ভিসতা ব্র্যান্ডের রাউটার, অ্যান্ড্রয়েড প্রজেক্টর এবং গেমিং মনিটরসহ কয়েকটি পণ্য।
ঢাকা বিজনেস/এম