১৯ মে ২০২৪, রবিবার



ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনে ডেঙ্গু শনাক্ত ১৮১

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || ১১ আগস্ট, ২০২৩, ০৬:০৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনে  ডেঙ্গু  শনাক্ত ১৮১


ব্রাহ্মণবাড়িয়ায় ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আগস্টের প্রথম ১০ দিনে ডেঙ্গু  শনাক্ত হয়েছেন ১৮১ জন। ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু শনাক্ত হয়েছেন ১৭ জন। শুক্রবার  (১১ আগস্ট) পর্যন্ত জেলায় মোট ৩৯৫ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।  

 ১ আগস্ট জেলায় ডেঙ্গু শনাক্ত হয়েছিল ১২ জন, ২ আগস্ট ১০ জন, ৩ আগস্ট ১ জন, ৪ আগস্ট ৯ জন, ৫ আগস্ট ১৮ জন, ৬আগস্ট ১৪ জন, ৭ আগস্ট ১৮ জন, ৮ আগস্ট ১২ জন, ৯ আগস্ট ২১ ও ১০ আগস্ট ১৭ জন। 

 ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জনের মধ্যে ৭ জনই সদর উপজেলার। এছাড়া বাঞ্ছারামপুর ও নবীনগরে ৪ জন করে ৮ জন ও নাসিরনগরে ২ জন।

চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন। এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ২১ জন, বাঞ্ছারামপুরে ৮ জন, কসবায় ১ জন, বিজয়নগরে ২ জন, নাসিরনগরে ২০ জন, নবীনগরে ১১ জন ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু ওয়ার্ডে ২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

 ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি গেছেন ১৪ জন। এদের মধ্যে জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭, নাসিরনগরে ১ জন, বাঞ্ছারামপুরে ১ জন, কসবায় ২ জন, আশুগঞ্জে ১ জন ও নবীনগরে ২ জন।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাক্তার মো। একরাম উল্লাহ জানান, সারা দেশেই আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আমাদের সবাইকে আরও সচেতন হয়ে ডেঙ্গু বিষয়ে জাতীয় নির্দেশনাগুলোকে অনুসরণ করতে হবে। ডেঙ্গু মোকাবেলায় করোনার মতো সবাইকেও এ বিষয়ে সচেতন হওয়া জরুরী।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন