২৯ জুন ২০২৪, শনিবার



‘পশুর হাটগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা অটুট থাকবে’

স্টাফ রিপোর্টার || ২৪ জুন, ২০২৩, ১০:০৬ পিএম
‘পশুর হাটগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা অটুট থাকবে’


পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‌‘ঈদ উপলক্ষে পশুরহাটগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা অটুট থাকবে।’

তিনি বলেন, ‘টানা-হেঁচড়া করে যদি কেউ কোনো পশুবাহী ট্রাক বা নৌকা থামাতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো কোনো সময় দেখা গেছে গরু নিয়ে টানা-হেঁচড়া হয়, চাঁদাবাজির অভিযোগ আসে। যদি কেউ কোনো পশুবাহী ট্রাক বা নৌকা থামিয়ে চাঁদাবাজি করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার (২৪ জুন) গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে গিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

ব্যবসায়ী, ইজারাদার ও পশুবহনকারী গাড়ির চালকদের উদ্দেশ্যে আইজিপি বলেন, ‘আপনারা এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে নিকটস্থ পুলিশের সহায়তা নেবেন অথবা ৯৯৯ নম্বরে ফোন করবেন। আপনারা আমাদের সহায়তা দিন, আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি। আইনশৃঙ্খলা রক্ষা এবং যাত্রীদের যাতায়াত সুগম করতে পুলিশ আপনাদের পাশে রয়েছে। যেখানেই কোনো সমস্যা হবে, সেখানেই দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।’

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গত ঈদেও হাইওয়ে, রেলওয়ে, নৌপুলিশ, জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ইন্ডাস্ট্রিয়াল ও গোয়েন্দা পুলিশ সবাই একযোগে কাজ করেছে। গত ঈদের ব্যবস্থাপনা সুন্দর ছিল। যাত্রী সাধারণ নির্বিঘ্নে যথাসময়ে তাদের গন্তব্যে যেতে পেরেছেন এবং তাদের গন্তব্যস্থলেও নিরাপত্তা ব্যবস্থা অটুট ছিল। যাত্রী সাধারণ, দেশের নাগরিক এবং পর্যটনকেন্দ্রে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা বজায় ছিল। গতবারের অভিজ্ঞতা মাথায় রেখে এবারও নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।’

তিনি বলেন, ‘গত ঈদের চেয়ে এবারের ঈদে চ্যালেঞ্জ একটু বেশি। গতবারের ঈদে কাজ ছিল শুধু যাত্রী সাধারণকে তাদের গন্তব্যে পার করা। এবার একদিকে যাত্রী সাধারণ গন্তব্যে যাবে, অন্যদিকে পশুবাহী ট্রাক-নৌকা যাতায়ত করবে রাস্তা-ঘাট ও নদীতে। এছাড়া এ ঈদের সময় মৌসুমি ফলবাহী গাড়িও চলাচল করবে। সেগুলোকেও আটকানো যাবে না। এসব কিছু বিবেচনা করে নানামুখী ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন