২৯ জুন ২০২৪, শনিবার



সরাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট || ০৮ অক্টোবর, ২০২৩, ০৭:১০ পিএম
সরাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে ইসমাইল ও সাদিয়া নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৮ অক্টোবর) দুপুর তিনটার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  মৃত ইসমাইল (৬), সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের মো. মুনির মিয়ার ছেলে ও সাদিয়া (৫) একই এলাকার শাহাবাজ আলীর মেয়ে ।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেন।

মোহাম্মদ এমরানুল বলেন, ‘গলানিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুর পাড়ে খেলা করছিলো দুই শিশু। পরে তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা দুই শিশুকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে। পরে স্থানীয়রা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’ 

তিনি আরও বলেন, ‘অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন