০২ জুন ২০২৪, রবিবার



লালমনিরহাটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

লালমনিরহাট সংবাদদাতা || ২১ জুলাই, ২০২৩, ০৬:০৭ পিএম
লালমনিরহাটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা


লালমনিরহাটে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শুক্রবার(২১ জুলাই) বিকাল ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ২৪ জন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রন্ত হয়ে হাসপাতালে ৬ জন ভর্তি হয়েছেন ও সুস্থ হয়েছেন ১ জন। এই নিয়ে এখন পর্যন্ত জেলায় ২৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে আদিতমারীতে ১জন, হাতিবান্ধা ১জন, কালিগঞ্জ ১ জন, সদর হাসপাতালে ৩ জনসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ জন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক(উপপরিচালক) ডা. রমজান আলী বলেন,‘আমাদের হাসপাতালে বেড সংখ্যা কম।ডেঙ্গু রোগীকে মশারীসহ আলাদা করে রাখা হয়েছে। মোট বেড রাখা হয়েছে ৪টি। ঢাকা ফেরত মানুষেরাই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।’

জেলা সিভিল সার্জন ডা. নির্মণেন্দু রায় বলেন,‘সদর হাসপাতালসহ মোট রোগী ২৪ জন।কিছু রোগী বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি। আমাদের জেলাতে কোনো হাসপাতালে কেবিন নাই।বেড আলাদা করে রাখা হয়েছে।’ 

ডা. নির্মণেন্দু রায় আরও বলেন, ‘ডেঙ্গু রোধে আমাদের কর্মকর্তা-কর্মচারিরা সচেতনতা মূলক প্রচারণা চালাচ্ছেন।’

ঢাকা বিজনেস /এমএ/



আরো পড়ুন