২৬ জুন ২০২৪, বুধবার



মুক্তি পাচ্ছে ‘কাগজ’

বিনোদন ডেস্ক || ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম
মুক্তি পাচ্ছে ‘কাগজ’


দুই বছর আগে এই সিনেমার ঘোষণা আসে। বেশ উৎসাহ নিয়ে এর শুটিং শুরু করেন নায়ক মামনুন হাসান ইমন ও নায়িকা আইরিন সুলতানা। দীর্ঘ সময়ের অপেক্ষা পেরিয়ে অবশেষে মুক্তির আলোয় আসতে চলেছে ‘কাগজ’ সিনেমা। 

লেখকের জীবনের আড়ালের গল্প নিয়ে আলী জুলফিকার জাহেদীর নির্মিত চলচ্চিত্র ‘কাগজ’। এটি ২৮ সেপ্টেম্বর থেকে দেখা যাবে দীপ্ত প্লেতে। 

পরিচালনার পাশাপাশি ছবিটির চিত্রনাট্য ও নির্মাণ করছেন জুলফিকার জাহেদী। নির্মাতা বলেন, ‘ছবিটি দীপ্ত প্লের মাধ্যমে বিশ্বব্যাপী সবাই দেখতে পাবে। দর্শক গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন ঘরানার একটি ছবি পাবেন।’

সিনেমাটিতে ৩টি গান রয়েছে। গানগুলো গেয়েছেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমলতা আচার্য চৌধুরী, বাংলাদেশের কর্নিয়া, মীর মাসুম, ওয়ারফেজ ব্যান্ডের পলাশ নূর।

এই সিনেমায় লেখকের চরিত্রে অভিনয় করছেন ইমন। ছবিটিতে নিজের চরিত্র ও গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার নতুন এই ছবিটির নাম শুনে অ্যাকশন ঘরানার মতো মনে হলে এটি আসলে সাইকোলজিক্যাল গল্প নির্ভর ছবি। আমি বরাবরই নিজেকে ভিন্নভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে চেয়েছি। একই ঘরানা বা চরিত্রে নিজেকে আবদ্ধ করতে চাই না। এই ছবিটিতেও ভিন্ন ইমনের দেখা মিলবে। আশা করছি দর্শক উপভোগ করবে।’

আইরিন বলেন, ‘এটি একটি ব্যতিক্রম ও ভিন্নধারার গল্পের সিনেমা। বাংলাদেশের দর্শকরা এর আগে এমন গল্পের সিনেমা দেখেননি। গল্পটি আমাদের কাছে এতটাই ভালো লেগেছে যে, সমস্ত শিল্পীসত্তা দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। ভিন্ন লুকে আমাকে দেখবেন দর্শক।’

ছবিটিতে ইমন-আইরিন ছাড়া আরও অভিনয় করেছেন মাইমুনা ফেরদৌস মম, রিয়া বর্মণ, রফিক, শিশির আহমেদ, যুবরাজ বিন আবিদ প্রমুখ।

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন