২৮ জুন ২০২৪, শুক্রবার



ইতালিকে হারিয়ে প্রথমবার শিরোপা পেলো উরুগুয়ে

ক্রীড়া ডেস্ক || ১২ জুন, ২০২৩, ১০:০৬ এএম
ইতালিকে হারিয়ে প্রথমবার শিরোপা পেলো উরুগুয়ে


ইতালিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো লাতিন আমেরিকার দেশ উরুগুয়ে। রোববার (১১ জুন) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের ৮৬ মিনিটে গোলটি করেন লুসিয়ানো রদ্রিগেজ। পুরো খেলায় আর কোনো গোল না হওয়ায় ফলে ১-০ তে জিতে যায় লাতিন আমেরিকার দেশটি। 

এদিকে, এর আগে দুবার এ আসরের ফাইনালে ওঠেছিল উরুগুয়ে। তবে শিরোপা জেতা হয়নি। ফলে বিশ্বকাপ জেতার আক্ষেপ ঘুচলো তাদের।

ফাইনালে ইতালি শুধু বল দখলেই এগিয়ে ছিল। বাকি সব দিক থেকেই এগিয়ে ছিল উরুগুয়ে। ইতালির পোস্টে ১৫টি শট নিয়েছে উরুগুয়ের ফুটবলাররা। যেখানে লক্ষ্যে ছিল চারটি। অপরদিকে পুরো ম্যাচে ইতালির ফুটবলাররা মাত্র তিন শট নিতে পেরেছে প্রতিপক্ষের পোস্টে। যার একটিও অনটার্গেট ছিল না।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও গোল করতে ব্যর্থ হচ্ছিল উরুগুয়ের ফুটবলাররা। তবে ম্যাচের নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে লুসিয়ানো রদ্রিগেজ গোল করে দলকে এগিয়ে দেন। 

এবারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে সেমিতে আসা ইসরাইলকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠেছে তারা। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা অ্যান্ডারসন দুয়ার্তেও উরুগুয়ের খেলোয়াড়।

ঢাকা বিজনেস/এইচ




আরো পড়ুন