২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



হিলিতে নির্মিত হচ্ছে পৌর সুপার মার্কেট

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || ২৮ ডিসেম্বর, ২০২২, ০৩:১২ পিএম
হিলিতে নির্মিত হচ্ছে পৌর সুপার মার্কেট


দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভা প্রতিষ্ঠার ২১ বছর পর নির্মিত হচ্ছে ‘পৌর সুপার মার্কেট’। হিলি বাজারের দক্ষিণ পাশে নির্মাণ করা হচ্ছে মার্কেটটি।  

বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকা বিজনেসকে বিষয়টি জানিয়েছেন হাকিমপুর ( হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত। 

মেয়র বলেন, ‘হিলি বাজারের দক্ষিণ পাশে পুরাতন ইউনিয়ন পরিষদের (বর্তমানে পৌরসভার) নিজস্ব জায়গায় ৫ তলা ভিত দিয়ে কুয়েত ফান্ডের অর্থায়নে নির্মাণ করা হচ্ছে মার্কেটটি। প্রথম পর্যায়ে একতলা নির্মাণ কাজ শুরু হয়েছে। মার্কেটের প্রথম তলার ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫ লাখ টাকা। নির্মাণ কাজ শেষ হলে আগ্রহীদের মাঝে বরাদ্দ দেওয়া হবে।’ 

তিনি আরও বলেন, ‘চলতি অর্থ বছরে পৌর সুপার মার্কেট ছাড়াও জলাবদ্ধতা নিরসনে হিলি চারমাথা মোড় থেকে ছাতনী (ছোট তুলসীগঙ্গা) নদী পর্যন্ত ৯ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ৩ কিলোমিটার ড্রেন ও রাঙ্গামাটি এলাকায় ৭ কোটি টাকা ব্যয়ে বর্জ্য থেকে জৈব সার উৎপাদন প্রকল্পের কাজ চলমান আছে। এখানকার উৎপাদিত জৈবসার কৃষিক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে।’ 

উল্লেখ্য, ১৯৯৯ সালে ১ নং হিলি হাকিমপুর ইউনিয়ন পরিষদকে হাকিমপুর (হিলি) পৌরসভা ঘোষণা করা হয়।

বুলু/এম



আরো পড়ুন