২৬ জুন ২০২৪, বুধবার



মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ বন্ধু নিহত

টাঙ্গাইল সংবাদদাতা || ০৪ জুন, ২০২৩, ০১:০৬ পিএম
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ বন্ধু নিহত


টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও একজন আরোহী আহত হন। 

রোববার (৪ জুন) দুপুরে উপজেলার মহিষমাড়া ইউনিয়নের গারোবাজার হাজী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে সাব্বির আলম (১৮) এবং রমজান আলীর ছেলে হাবিব (১৬)। আহত আনিসুর রহমানের ছেলে সাদিক (১৮)।  

মধুপুর থানা পুলিশ জানায়, তিনজন মোটরসাইকেল যোগে লেগুরবাজার থেকে গারোবাজারে যাচ্ছিল। পথিমধ্যে তারা গারোবাজার হাজী বাড়ি এলাকায় পৌঁছলে মোড় ঘুরানোর সময় মোটরসাইলেটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে থাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক ও এক আরোহী নিহত হন। আহত অপর আরোহীকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনজন সম্পর্কে বন্ধু ছিল।

এ ব্যাপারে মধুপুর থানার এসআই মামুনুর রশিদ বলেন, ‘নিহত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

নোমান/এইচ



আরো পড়ুন