০৭ এপ্রিল ২০২৫, সোমবার



বাসা-বাড়ি ও অফিসের ফাঁকা জায়গায় গাছের চারা রোপণ করুন: প্রধানমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ০৫ জুন, ২০২৪, ০৯:৩৬ এএম
বাসা-বাড়ি  ও অফিসের ফাঁকা জায়গায় গাছের চারা রোপণ করুন:  প্রধানমন্ত্রী


প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশ, দেশের জনগণ ও প্রকৃতিকে রক্ষা করাই সরকারের লক্ষ্য বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,  ‘পরিবেশ রক্ষায় বাসা-বাড়ির চারপাশ ও অফিসের ফাঁকা জায়গায় গাছের চারা রোপণ করুন।’ বুধবার (৫ জুন) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৪’ এর ও উদ্বোধন করেন। তিনি বলেন, ‘আমাদের সুন্দর জীবন ও সুস্বাস্থ্যের জন্য সুন্দর পরিবেশ দরকার। কাজেই সেদিকে সবাই সচেতন হোন, সেটাই আমি চাই।’

এই সময় দেশবাসীর প্রতি বৃক্ষরোপনের আহবান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এখানে উপস্থিত আছেন এবং এর বাইরেও সবাইকে অনুরোধ করবো প্রত্যেকে যেখানেই পারেন অন্তত তিনটি করে গাছ লাগান। একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছ। ফলের গাছ লাগালে ফল খেতে পারবেন, আর বনজ গাছ লাগালে সেটা বড় হলে বিক্রি করে টাকা পাবেন। ভালো টাকা পাওয়া যায় এখন। আর ঔষধি গাছ সেটা ওষুধ তৈরি বা বিভিন্ন কাজে লাগে।’

সরকারপ্রধান বলেন, ‘সবাই যদি গাছ লাগায়, শুধু আমাদের বাড়ি ঘর না, কর্মস্থল, অফিস আদালত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার প্রাঙ্গণে যেখানেই খালি জায়গা আছে, সেখানে গাছ লাগান। আপনারা যদি গাছ লাগান, তাহলে এত গরমে গাছের নিচে গিয়ে বসলে বেশ ঠাণ্ডা ও আরামদায়ক ছায়া পাবেন।’ 



আরো পড়ুন