২৭ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার



জবিতে ছাত্র-শিক্ষক-কর্মকর্তাদের রাজনীতি বাতিল

জবি প্রতিনিধি || ১৩ আগস্ট, ২০২৪, ০৭:৩৮ এএম
জবিতে ছাত্র-শিক্ষক-কর্মকর্তাদের রাজনীতি বাতিল


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সব ধরনের ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের রাজনীতি বাতিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকে এই ঘোষণা দেন ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী। 

সকাল নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত চলা এই বৈঠকে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। 

এ সময় শিক্ষার্থীরা তাদের পূর্বঘোষিত ১৩ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে ৫ দাবি বাস্তবায়নে বুধবার (১৪ আগস্ট)  বিকাল ৩ টা পর্যন্ত আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্বিবদ্যালয়ের মধ্যে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের সব ধরনের রাজনীতি বাতিলে ঘোষণা দেন ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরী। এতে সম্মতি জানান বৈঠকে উপস্থিত সব অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও ছাত্রকল্যাণ উপদেষ্টারা। 

এছাড়া ২০ সেপ্টেম্বরের মধ্যে জকসু (ছাত্র সংসদ) নির্বাচন আয়োজনের ব্যাপারে একটি কমিটি গঠন করা হবে বলে জানান ট্রেজারার। এরইসঙ্গেহ আগামী ১৮ আগস্টের মধ্যে ক্লাস শুরুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়। বাকি ৪ টি দাবি শিক্ষার্থীদের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে মেনে নেওয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে প্রধান সমন্বয়ক নূর নবী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই তারা আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি ক্যম্পাসে সব ধরনের রাজনীতি (শিক্ষক, কর্মকর্তা,ছাত্র) আজ থেকে বাতিল ঘোষণা করেছেন। রাজনীতি করার অধিকার সবার আছে। তবে ক্যাম্পাসের গেট থেকে প্রবেশ করা মাত্র তাকে শুধু একজন শিক্ষক, কর্মকর্তা ও একজন ছাত্র হিসেবেই প্রবেশ করতে হবে। আমাদের ১৩টি দাবির সবগুলোই মেনে নেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন বৈঠকে থাকা  কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান ও ছাত্রকল্যাণ উপদেষ্টারা। 

/ঢাকা বিজনেস/মেহেদী/ 



আরো পড়ুন