২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || ০৫ জুন, ২০২৩, ১১:৩৬ এএম
স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৮০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সোমবার (৫ জুন) বেলা ১১ টায় লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আলীম হোসেন শিকদার। 

আলীম হোসেন শিকদার বলেন, 'রোগাক্রান্ত ওই বৃদ্ধ স্টেশন এলাকায় ভবঘুরে হিসেবে ভিক্ষা করতেন। গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। ওইখানে ওই বৃদ্ধের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'ওই বৃদ্ধের লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট নিয়েছেন।'

সোমবার বিকেলে বেওয়ারিশ লাশের দাফনকাজ সম্পন্ন হয়েছে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.আজহার উদ্দিন।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন