১৭ জুন ২০২৪, সোমবার



ফের পদ্মা সেতুতে চলছে মোটরসাইকেল, ৪ ঘণ্টায় যত টোল

মুন্সীগঞ্জ সংবাদদাতা || ২০ এপ্রিল, ২০২৩, ১১:০৪ এএম
ফের পদ্মা সেতুতে চলছে মোটরসাইকেল, ৪ ঘণ্টায় যত টোল


প্রায় সাড়ে ৯ মাস বন্ধ থাকার পর পদ্মা সেতুতে ফের মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। ইতোমধ্যে মোটরসাইকেল থেকে সেতু কর্তৃপক্ষ ৩ লাখ ৪০ হাজার টাকা টোল আদায় করেছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এর আগে একই দিন সকাল ৬টা থেকে শুরু হয়ে সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত ওই টোল আদায় করা হয়।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত প্রায় ৩ হাজার ৪০০ মোটরসাইকেল চলাচল করেছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৬টা থেকেই পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করেছে। এখন পর্যন্ত সেতু দিয়ে প্রায় ৩ হাজার ৪০০ মোটরসাইকেল চলাচল করেছে। এতে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা।’

তিনি আরও বলেন, ‘মোটরসাইকেলগুলো এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে চলাচল করছে। চালকদের যে ৬ নির্দেশনা দেওয়া হয়েছে, তা তাদের অবশ্যই মেনে চলতে হবে।’ 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন