২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার



সালমান-শাহরুখের শুটিংয়ের ভিডিও প্রকাশ্যে

বিনোদন ডেস্ক || ০৩ জুন, ২০২৩, ০৫:৩৬ এএম
সালমান-শাহরুখের শুটিংয়ের ভিডিও প্রকাশ্যে


বলিউডের দুই খান যেন দুটি স্তম্ভ। একজন সালমান খান, আরেকজন শাহরুখ খান। এখনো পর্দা কাঁপাচ্ছেন দুজনেই। দীর্ঘদিন পর শাহরুখ খান ফিরেছেন 'পাঠান' সিনেমা দিয়ে। আর বলিউড ভাইজানের আসন্ন সিনেমা 'টাইগার থ্রি'। 

পাঠানে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল সালমান খানকে। এই সিনেমার মাধ্যমে বহু বছর পর করন-অর্জুনকে একসঙ্গে দেখলো দর্শক। এবার, সালমান খানের 'টাইগার থ্রি' তে ক্যামিও চরিত্রে থাকবে পাঠান। 

‘টাইগার-৩’র টানা শুটিং করছেন বলিউড ভাইজান। তুরস্কে কখনো গাড়িতে, কখনো নৌকায় অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছিল। সালমানের এমন ছবিও ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়।

আইফার মঞ্চে সালমান জানান, তার পরবর্তী ছবি ‘টাইগার-৩’ ছবির শুটিং শেষ হয়েছে। সম্প্রতি নেটমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, টাইগার লুকে শুটিং সেটে হেঁটে আসছেন সালমান খান। তার পেছনে পাঠান লুকে সেটে পৌঁছান শাহরুখ খান।

ধারণা করা হচ্ছে, ভাইরাল হওয়া ভিডিওটি ‘টাইগার-৩’ সিনেমার শুটিং সেটের। কয়েক সপ্তাহ আগে মধ্য আইল্যান্ডে এই সিনেমার একটি অ্যাকশন সিকোয়েন্সের দৃশ্যধারণ করা হয়। যেখানে বড় একটি বাইক চেজের দৃশ্যে ধরা দেবেন শাহরুখ-সালমান। 

‘পাঠান’ সিনেমায় এ দুই সুপারস্টারকে যেখানে ট্রেনের ওপরে অ্যাকশন করতে দেখা গেছে। এবার ‘টাইগার-৩’তে দুজনকে দেখা যাবে সেতুর ওপরের দৃশ্যে। তবে এই সিকোয়েন্সে থাকবেন না ছবির প্রধান নারী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও খলনায়ক ইমরান হাশমি।

টাইগার ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘টাইগার-৩’। ছবিটি পরিচালনা করেছেন মনীশ শর্মা। এর আগে এই সিনেমা সিরিজের দুটি সিনেমা মুক্তি পেয়েছে; ‘এক থা টাইগার’ (২০১২), ‘টাইগার জিন্দা হ্যায়’ (২০১৭)। ‘টাইগার-৩’ মুক্তি পাবে এবারের দিওয়ালিতে।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন