২৬ জুন ২০২৪, বুধবার



প্রযুক্তি খাতে দিনে চাকরি হারাচ্ছেন ১৬০০ কর্মী

ঢাকা বিজনেস ডেস্ক || ১৭ জানুয়ারী, ২০২৩, ০৭:৩১ পিএম
প্রযুক্তি খাতে দিনে চাকরি হারাচ্ছেন ১৬০০ কর্মী


২০২২ সাল ছিল প্রযুক্তি খাতে কর্মীদের জন্য অশনিসংকেতের বছর। ২০২৩ সালও তার ব্যক্তিকম নয়। নতুন বছরে প্রতিদিন প্রযুক্ত খাতে ১ হাজার ৬০০ কর্মী চাকরি হারাচ্ছেন। মঙ্গলবারের (১৭ জানুয়ারি)ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের এই প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণেই প্রতিষ্ঠানগুলো কর্মীদের ছাঁটাই করছে। এতে আরও বলা হয়েছে, গত বছর ১ হাজারের বেশি প্রযুক্তি প্রতিষ্ঠান ১ লাখ ৫৪ হাজার ৩৩৬ কর্মীকে ছাঁটাই হয়েছে। চলতি বছরেও অব্যাহত রয়েছে কর্মী ছাঁটাই। মাইক্রোসফট, টুইটার, মেটার জায়ান্ট কোম্পানিগুলো থেকে শুরু করে তালিকায় রয়েছে ছোট-বড় সব ধরনের প্রযুক্তি প্রতিষ্ঠান। 

এদিকে, বলছে, রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে প্রযুক্তি খাতে। খরচ বাঁচানোর পথ হিসেবে কর্মী ছাঁটাইকেই বেছে নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। অবশ্য এ ছাঁটাই দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানগুলোর জন্য ক্ষতিকর হতে পারে বলে ধারণা করছেন অনেকে। বিশেষ করে এ ধরনের প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে প্রতিষ্ঠানগুলোর বিষয়ে অনাস্থা তৈরি করবে বলেও অভিমত জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন