১৮ মে ২০২৪, শনিবার



মুক্তিযুদ্ধে অভিনেতা ফারুকের ভূমিকা অবিস্মরণীয় : প্রধানমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ৩১ মে, ২০২৩, ০৯:০৫ পিএম
মুক্তিযুদ্ধে অভিনেতা ফারুকের ভূমিকা অবিস্মরণীয় : প্রধানমন্ত্রী


চলচ্চিত্র অভিনেতা  ফারুক মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি  বলেন, ‘ফারুক একজন বীর মুক্তিযোদ্ধা। আইয়ুব বিরোধী আন্দোলনের সময় থেকেই তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী। প্রতিটি সংগ্রাম ও আন্দোলনে তিনি যথার্থ সাহসিকতার সঙ্গে অবদান রেখেছেন।’

বুধবার (৩১ মে) সংসদে ফারুকের মৃত্যুতে শোক প্রস্তাবের আলোচনায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, ‘তার মৃত্যু আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি।’ ফারুক শুধু রাজনীতিবিদ হিসেবেই অবদান রাখেননি, তিনি সাংস্কৃতিক অঙ্গনেও অবদান রেখেছেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি আন্দোলন-সংগ্রামে সাংস্কৃতিক কর্মীরা আওয়ামী লীগের পক্ষ নিয়েছেন ও এর নেতাকর্মীদের সাহস জুগিয়েছেন।’

সরকার প্রধান বলেন, ‘১৯৭৫ সালের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা হচ্ছিল সবাই তার নাম উচ্চারণ করতে সাহস পাচ্ছিল না, তখন সংস্কৃতিকর্মীরা এগিয়ে আসেন।’

শেখ হাসিনা বলেন, ‘ফারুক বঙ্গবন্ধুর নামে একটি সাংস্কৃতিক সংগঠন গঠন ও  দেশাত্মবোধক গানকে সামনে নিয়ে এসে মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করতে ভূমিকা রেখেছিলেন। সুতরাং, তিনি এই দেশের জন্য বিরাট অবদান রেখেছেন।’

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন