২৬ জুন ২০২৪, বুধবার



নিউমার্কেটে আগুন: নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা-নৌ-বিমানবাহিনী ও র‌্যাব

স্টাফ রিপোর্টার || ১৫ এপ্রিল, ২০২৩, ০৯:০৪ এএম
নিউমার্কেটে আগুন: নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা-নৌ-বিমানবাহিনী ও র‌্যাব


রাজধানীর নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণ সাহায্যকারী দল। 

শনিবার (১৫ এপ্রিল) সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আগুনে নিয়ন্ত্রণে র‍্যাবের ১২টি টহল দল ও সাদা পোশাকে পাঁচটি দলও ফায়ার সার্ভিসকে সহায়তা করছে। এছাড়া ট্রাফিক মেনেজমেন্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও কাজ করছে তারা। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচলক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

আগুনের খবর পলাশী ফায়ার স্টেশন পায় ৫টা ৪০ মিনিটে। তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে সেখানে যোগ দেয় ফায়ার সার্ভিসের ২৮ ইউনিট। তাদের সঙ্গে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীও রয়েছে।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন