২৯ জুন ২০২৪, শনিবার



ফের বিয়ের পিঁড়িতে আশিস বিদ্যার্থী

বিনোদন ডেস্ক || ২৬ মে, ২০২৩, ১২:০৫ পিএম
ফের বিয়ের পিঁড়িতে আশিস বিদ্যার্থী


জামাইষষ্ঠীর দিনই কলকাতায় ফের বিয়ে করলেন অভিনেতা  আশিস বিদ্যার্থী। বিগত কয়েক মাস ধরেই কলকাতার অলিগলি ঘুরে খাওয়া-দাওয়ার ব্লগ বানাচ্ছিলেন অভিনেতা। এবার বোঝা গেলো কী কারণে কলকাতায় ছিলেন তিনি। কলকাতার এক ফ্যাশন স্টোরের মালকিনের প্রেমে পড়েছেন তিনি। বৃহস্পতিবার (২৫ মে) আইনি মতে বিয়ে করেন ৬০ বছর বয়সী  বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেতা।

বিয়ের খবর প্রকাশিত হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। দর্শক ও অনুরাগীরা নানাভাবে নতুন জুটিকে অভিনন্দন জানান। তাদের কেউ কেউ  সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন ‘বয়স কোনো বিষয় নয়, ভালোবাসাটাই আসল।’

পাত্রী রূপালি বড়ুয়া আসামের মেয়ে, কলকাতার এক নামি ফ্যাশন হাউসে কর্ণধার তিনি। এদিন ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে কোর্ট ম্যারেজ করেন আশিস ও রূপালি। 

এর আগে কলকাতার জামাই ছিলেন আশিস। অভিনেত্রী-গায়িকা রাজোশি বড়ুয়াকে বিয়ে করেছিলেন তিনি। তবে সেই বিয়ে টেকেনি। এবার নতুন করে গাঁটছড়া বাঁধলেন আশিস। বিয়ের পর্ব সেরে উচ্ছ্বসিত এই জুটি।

বিয়ের পর্ব সেরে সংবাদমাধ্যমকে এই অভিনেতা বলেন, ‘জীবনের এই পর্যায়ে রূপালির সঙ্গে বিয়েটা একটা অসাধারণ অনুভূতি। সকালে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে, তারপর সন্ধ্যায় গেট-টুগেদার।’

কিন্তু কিভাবে রূপালির সঙ্গে আলাপ তার? হাসিমুখে জবাব দেন, ‘সেটা লম্বা গল্প, তা না হয় পরে একদিন শোনাবো।’ সূত্র: জি ২৪ ঘণ্টা 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন