২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



জাপানে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির রেকর্ড

ঢাকা বিজনেস ডেস্ক || ২৬ ডিসেম্বর, ২০২২, ০১:১২ এএম
জাপানে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির রেকর্ড


দীর্ঘ চার দশকের মধ্যে জাপান মুদ্রাস্ফীতির সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ১৯৮১ সালের পর চলতি বছরের (২০২২) নভেম্বরে জাপানে জিনিসপত্রের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছে। গত বছরের তুলনায় ওই মাসে মূল্য মুদ্রাস্ফীতি ৩ দশমিক ৭ শতাংশ বেড়েছে। জ্বালানির দাম বৃদ্ধির জন্য কিছুটা এমন হয়েছে। সম্প্রতি মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি দাম বেড়েছে প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রীর। এছাড়া, বিদ্যুৎ ও এয়ার কন্ডিশনারেরও দাম বেড়েছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আকাশচুম্বী মুদ্রাস্ফীতির চেয়ে ভালো অবস্থানে রয়েছে জাপান। তবে, তা-ও জাপানের কেন্দ্রীয় ব্যাংকের ২ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।

মুদ্রাস্ফীতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ সুদের হার বাড়ালেও  জাপান বাড়ায়নি। বরং প্রবৃদ্ধির জন্য দেশটি সুদের হার সর্বনিম্ন রাখার নীতি বজায় রেখে চলেছে।  

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন