১২ জানুয়ারী ২০২৫, রবিবার



জাপানে পৌঁছেছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক || ২০ মে, ২০২৩, ১১:৩৫ এএম
জাপানে পৌঁছেছেন জেলেনস্কি


জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের হিরোশিমায় পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (২০ মে) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

হিরোশিমায় পৌঁছে এক টুইট বার্তায় জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেনের বন্ধু ও সহযোগিদের সঙ্গে এটি জরুরি বৈঠক। এই বৈঠক আমাদের নিরাপত্তা ও বিজয় নিশ্চিতের জন্য।’ তিনি আরও বলেন  ‘শান্তি খুব দ্রুতই ফিরবে।’

শুক্রবার (১৯ মে) জাপানের হিরোশিমায় শুরু হয়েছে তিনদিনব্যাপী জি-৭ শীর্ষ সম্মেলন। সম্মেলনের শুরুতেই রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, এখন থেকে জি-৭ দেশগুলো থেকে কোনো প্রযুক্তি, শিল্প সরঞ্জাম ও পরিষেবা রাশিয়াকে দেবে না। 

এর আগে বৃহস্পতিবার (১৮ মে) সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের  এক প্রতিবেদনে জানা যায়, জাপানের হিরোশিমা শহরে গ্রুপ অব সেভেন (জি-৭ )-এর শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিন দিনের এ সম্মেলনে প্রাধান্য পেতে পারে ইউক্রেন ইস্যু। এতে যুদ্ধ বন্ধে জোটের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে।

ঢাকা বিজসনে/এমএ



আরো পড়ুন