০৯ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার



আমি কামড় দেবো না, ভয় নেই: কমলা হ্যারিস

ঢাকা বিজনেস ডেস্ক || ০৮ জানুয়ারী, ২০২৫, ০১:০১ পিএম
আমি কামড় দেবো না, ভয় নেই: কমলা হ্যারিস


মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের সঙ্গে করমর্দনে রাজি হননি এক রিপাবলিকান সিনেটরের স্বামী। যা দেখে বিস্মিত হন কমলা। এর প্রতিক্রিয়া তিনি বলেন, ‘আমি কামড়ে দেবো না, ভয় নেই’। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত ৩ জানুয়ারি ছিল বার্ষিক শপথগ্রহণের অনুষ্ঠান। সেখানে সিনেটের প্রেসিডেন্ট হিসেবে এখনো পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট থাকা কমালা হ্যারিসের নেতৃত্বেই শপথ নেওয়া হয়। প্রতিটি কংগ্রেশনাল সেশনের শুরুতে নতুন সিনেটররা শপথ নেন।   

রিপাবলিকান সিনেটর ডেভ ফিশার গত নভেম্বরেই শপথ নেন। এদিন তাকে অভিনন্দন জানিয়ে কমলা হ্যারিস বলেন, ‘অনেক ধন্যবাদ। খুব ভালো কাজ করেছেন’। এরপর তিনি আসেন ফিশারের স্বামী ব্রুসের পাশে। তার কাছে জানতে চান, ‘আমি কি আপনাকে অভিনন্দন জানাতে পারি?’ সেই সঙ্গে বাড়িয়ে দেন হাত। ব্রুস মুখে ধন্যবাদ বললেও করমর্দনে আগ্রহ দেখাননি। যা দেখে বিস্মিত কমালা বলেন, ‘আচ্ছা ঠিক আছে। আমি কামড়াব না, ভয় নেই।’

ব্রুসকে হাসতে দেখা গেলেও তিনি হ্যারিসের মুখের দিকে সরাসরি তাকিয়ে কথা বলেননি। ভাইস প্রেসিডেন্ট এই আচরণে বিরক্তই হন। লিবারেল পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেন এক্সে লিখেছেন, ‘একজন রিপাবলিকান সিনেটরের স্বামী ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেছেন।

বলা হচ্ছে, এই ভাবে কি আমেরিকাকে মহান বানানো যাবে? লেখক ডন উইন্সলো ব্রুসের অঙ্গভঙ্গিকে অসম্মানজনক বলে অভিহিত করেছেন। 

তবে, রিপাবলিকানরা সিনেটরের স্বামীর পক্ষ নিয়ে বলেছেন যে তার হাতে অন্য জিনিস ছিল তাই তিনি হ্যারিসের সঙ্গে করমর্দন করতে পারেননি।



আরো পড়ুন