১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার



ইউরোপের বাজারে তুরস্কের বৈদ্যুতিক গাড়ি

ঢাকা বিজনেস ডেস্ক || ১১ জানুয়ারী, ২০২৫, ০২:০১ পিএম
ইউরোপের বাজারে তুরস্কের বৈদ্যুতিক গাড়ি


ইউরোপের বাজারে প্রবেশ করলো তুর্কি বৈদ্যুতিক গাড়ি। ইতালির ঐতিহ্যবাহী শহর ফ্লোরেন্সের স্থায়ীত্ব ও পরিবেশগত দিকগুলো মাথায় রেখে তুরস্কের মোটরগাড়ি কোম্পানি কারসান থেকে সম্পূর্ণ বৈদ্যুতিকভাবে পরিচালিত ১২টি বাস কিনেছে দেশটি।

বাসগুলো নির্মাণে কমপ্যাক্ট ডিজাইন অনুসরণ করা হয়েছে। ই-জেএসটি যানবাহনগুলি ফ্লোরেন্সের সরু, ঐতিহাসিক রাস্তায় নেভিগেট করার জন্য আদর্শ। যা শহরের সাংস্কৃতিক ও স্থাপত্য ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি গণপরিবহনের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

কারসানের প্রধান নির্বাহী কর্মকর্তা মনে করেন, এই বাসের সম্প্রসারণের ক্ষেত্রে ফ্লোরেন্স একটি কৌশলগত অবস্থান তৈরি করবে। যা ইউরোপের বাকি দেশগুলোতেও এই বাসের সম্প্রসারণ ঘটাতে সাহায্য করবে।

কারসানের সিইও-র মতে, ফ্লোরেন্স একটি বিশ্বব্যাপী বিখ্যাত পর্যটন গন্তব্য এবং স্থায়ীত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ একটি শহর। এই আইকনিক শহরে কাজ করা একটি গ্লোবাল ব্র্যান্ড হিসেবে কারসানের অবস্থানকে শক্তিশালী করবে। কারসানের বৈদ্যুতিকভাবে পরিচালিত গাড়িগুলো ২০১৮ সালে যাত্রা শুরু করেছিল। আর এবার ইউরোপের বাজারে প্রবেশ করল গাড়িটি। যা নিয়ে নিজেদের স্বপ্নের কথা জানালেন সিইও। তিনি বলেন, ইতালি ইউরোপের জন্য আমাদের কেন্দ্র। টেকসই শহুরে গতিশীলতা বজায় রাখা ও গাড়িটির প্রচারের জন্য আমাদের প্রচেষ্টায় ফ্লোরেন্স বিশেষ গুরুত্ব বহন করে। আমরা ইতালিতে যথেষ্ট বিনিয়োগ করেছি এবং এখানে আমাদের উপস্থিতি মাত্র তিন বছরে দ্রুতগতিতে বেড়েছে।

উল্লেখ্য, ইতালিজুড়ে ২৭টি শহরে ইতিমধ্যেই ২৫০টি বৈদ্যুতিক যান চলাচল করছে। যেখানে কারসানের লক্ষ্য এই সেক্টরে ২৫-৩০% বার্ষিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা। সেই সঙ্গে কোম্পানিটি তার বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করেছে।



আরো পড়ুন