হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইলে কান্দিগাঁও একাদশকে ট্রাইবেকারে হারিয়ে ফাইনালে ওঠেছে কদমতলী একাদশ। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ মাঠে দ্বিতীয় সেমিফাইনালের খেলাটি অনুষ্ঠিত হয়।
গোল শূন্য ড্র হলে খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে কদমতলী একাদশ ৬ গোল করতে সক্ষম হয়। এদিকে কান্দিগাঁও একাদশ ৫ গোল করে পরাজয় বরণ করে।
কদমতলী একাদশের গোলকিপার আলীর হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের, সহ-সভাপতি আব্দুল আজিজ ফরহাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজান উদ্দিন আহমেদ মোহন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমনসহ নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, ১৯ জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনালে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।
/মামুন/