০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



দুই দিন হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুর প্রতিনিধি || ১৫ আগস্ট, ২০২৪, ০৯:৩৮ এএম
দুই দিন হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ


ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সেদেশে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার (১৫ আগস্ট) ও শুক্রবার  দিনাজপুরের হিলি বন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কর্যক্রম। বিষয়টি নিশ্চিত করেছেন পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন মল্লিক প্রতাপ।

সোহরাব হোসেন বলেন, ‘আজ বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবস । সে কারণে ভারতে সরকারি ছুটি। তাই হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ আছে। আগামীকাল শুক্রবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটির কারণে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী শনিবার থেকে যথারীতি শুরু হবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

এদিকে হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল আলম ঢাকা বিজনেসকে বলেন, ‘আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার দিনাজপুরের হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’



আরো পড়ুন