১৮ মে ২০২৪, শনিবার



গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু কাল, প্রস্তুত ইবি

ঢাকা বিজনেস ডেস্ক || ১৯ মে, ২০২৩, ০৮:০৫ পিএম
গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু কাল, প্রস্তুত ইবি


গুচ্ছ পদ্ধতিতে দেশের ২২টি সাধারণ , বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে  শনিবার ২০ মে । বি’ ইউনিটের মানবিক বিভাগের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে  ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। 

২০ মে (শনিবার) অনুষ্ঠিতব্য ‘বি’ ইউনিটে মানবিক বিভাগের ভর্তি পরীক্ষায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কেন্দ্রের দুপুর ১২ টা হতে ১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গুচ্ছ পদ্ধতিতে ইবি কেন্দ্রে মোট  ৬ হাজার ৮৫০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। এর পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে ১ হাজার ৩০৪ জন, অনুষদ ভবনে ১ হাজার ২০০ জন, রবীন্দ্র-নজরুল কলা ভবনে ৯১০ জন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনে ৮৮৯ জন, ব্যবসায় প্রশাসন ভবনে ১ হাজার ৬৩২ জন ও মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে ৯১৫ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশ গ্রহণ করবেন। 

 ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন, সৌন্দর্য্য বর্ধন, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখাসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ভর্তি পরীক্ষার শতভাগ প্রস্তুতি গ্রহণ করেছি। পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, র‍্যাব, আনসারসহ বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউট দায়িত্ব পালন করবে। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে।

ঢাকা বিজনেস/এমএ





আরো পড়ুন