২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার



সেন্টমার্টিনে ১২০০ ঘরবাড়ি মেরামত শুরু মঙ্গলবার

তাফহীমুল আনাম, কক্সবাজার || ১৫ মে, ২০২৩, ০৫:৩৫ পিএম
সেন্টমার্টিনে ১২০০ ঘরবাড়ি মেরামত শুরু মঙ্গলবার


কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেছেন, ‘মঙ্গলবার (১৬ মে) থেকে সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় মোখা’র আক্রমণে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ১২০০ ঘরবাড়ি মেরামত, অর্থ সহায়তা ও পূনর্বাসন করা হবে।’  

সোমবার (১৫ মে) বিকালে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান সেন্টমার্টিন পৌঁছে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে এ কথা বলেন। 

জেলা প্রশাসক বলেন, ‘সেন্টমার্টিনে মোখা'র আক্রমণে ১১ জন আহত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।’

তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। তাদের আশ্বস্ত করা হয়েছে, যার যতটুকু কয়ক্ষতি হয়েছে, তা তালিকা প্রস্তুত করে যথা সময়ে পুনর্বাসন করা হবে।

সেন্টমার্টিন পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা বলেন, ‘দলীয়ভাবে আওয়ামী লীগ দুর্যোগ মোকাবিলা কার্যক্রমের মতো ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের কাজেও পাশে থাকবে। এই দুর্যোগে সেন্টমার্টিনে যারা ক্ষতির সম্মুখীন হয়েছেন, সবাইকে সহায়তা করা হচ্ছে।’ 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘মঙ্গলবার সরকারের পক্ষ থেকে দ্বীপে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান শুরু করা হয়েছে। এতে ঘূর্ণিঝড় মোখা'য় ক্ষতির শিকার অনেক গরীব মানুষের উপকার হচ্ছে। আশাকরি ক্ষতিগ্রস্ত সবাই ত্রাণ, অর্থ ও অন্যান্য সামগ্রী পাবেন।’ 

পরিদর্শনকালে কোস্টগার্ডের পূর্ব জোন কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ সোহেল আজম, পুলিশ সুপার মাহাফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্ত লোকজন জানান, সরকারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা তাদের কাজে আসবে। সরকারের পক্ষ থেকে তাদের জন্য যা বরাদ্দ থাকবে, সেটি যদি যথাযথভাবে দেওয়া হয়, তাহলে দ্বীপের বাসিন্দাদের কিছুটা হলেও সংকট দূর হবে। 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন