২৬ জুন ২০২৪, বুধবার



‘মোখা’ মোকাবেলায় চট্টগ্রামে প্রস্তুত ২৮৪ মেডিকেল টিম

ঢাকা বিজনেস ডেস্ক || ১৩ মে, ২০২৩, ০৫:০৫ পিএম
‘মোখা’ মোকাবেলায় চট্টগ্রামে প্রস্তুত ২৮৪ মেডিকেল টিম


ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রামে  ২৮৪টি মেডিকেল টিম গঠন করছে জেলা সিভিল সার্জন  কার্যালয়।  জেলার ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে আরও ৫টি করে মোট ৭০টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

শনিবার (১৩ মে) বিষয়টি নিশ্চত করেছে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান,দুর্যোগ মোকাবিলায় জেলার ২০০ ইউনিয়নের জন্য একটি করে মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ৯টি আরবান ডিসপেনসারিতে ৯টি ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের অধীনে সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।  চালু করা হয়েছে জরুরি কন্ট্রোল রুম। 

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন