২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ইমরান খানকে দ্রুত মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্ক || ১১ মে, ২০২৩, ০২:৩৫ পিএম
ইমরান খানকে দ্রুত মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের


আল কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও  তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানকে গ্রেপ্তার অবৈধ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে  ইমরান খানকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ মে)  প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের বেঞ্চ এ নির্দেশ দিয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদন অনুসারে, ১৫টি গাড়ির বিশাল বহর নিয়ে কড়া নিরাপত্তার মধ্যে আজ (১১ মে) ইমরান খানকে সুপ্রিম কোর্টে হাজির করা হয়।

সর্বোচ্চ আদালত তাকে স্থানীয় সময় বিকেলে সাড়ে ৪টায় হাজির করার নির্দেশ দিয়েছিলেন এনএবি কর্মকর্তাদের। তবে নির্ধারিত সময়ের এক ঘণ্টারও বেশি সময় পরে বিকেল ৫টা ৪০ মিনিটে পিটিআই চেয়ারম্যানকে আদালতে নেওয়া হয়।

দুই মামলার জামিন নিতে গিয়ে গত ৯ মে গ্রেপ্তার হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। ইসলামাবাদ আদালত প্রাঙ্গন থেকে রেঞ্জার্স বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। 

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন