ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে অজ্ঞাতনামা ১ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ মে) দুপুর ২টার দিকে রেলস্টেশনের ২ নম্বার প্লাটফর্ম থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির (আইসি) হাতেম আলী ভূইয়া।
তিনি জানান, সোমবার দুপুরে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মের দক্ষিণ পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট নিয়েছেন। কিন্তু অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি।
ঢাকা বিজনেস/এমএ