২৬ জুন ২০২৪, বুধবার



ইয়াবা-কারবারিদের তালিকা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার সংবাদদাতা || ১৫ জানুয়ারী, ২০২৩, ০৭:৩১ পিএম
ইয়াবা-কারবারিদের তালিকা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


ইয়া-বাকারবার বন্ধে কঠোর পদক্ষেপের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘ইয়াবাকারবারিদের তালিকা হচ্ছে। এগুলো যাছাই-বাছাই করা হবে।’ রবিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় কক্সবাজার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রেসিব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তালিকা হলে যে কেউ অপরাধী হবে, তা কিন্তু  নয়।  যাচাই-বাছাই করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপহরণের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সব খবর নিয়েছি। খুন, ডাকাতি, অপহরণের সুযোগ কাউকে দেওয়া হবে না। সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ তালিকায় নাম এলো বলে দোষী হয়ে যায়নি।’

গত শুক্রবার কক্সবাজার আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওইদিন  বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা ৩৪ বিজিবির অধীন বান্দরবানের ঘুমধুম সীমান্তের ফ্রেন্ডশিপ লালব্রিজ এলাকা পরিদর্শন করেন। 

ঢাকা বিজনেস/ আনাম/এনই/



আরো পড়ুন