২৯ জুন ২০২৪, শনিবার



টেকনাফে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার ১

কক্সবাজার সংবাদদাতা || ০৫ মে, ২০২৩, ০৪:০৫ পিএম
টেকনাফে মাদক মামলার পলাতক আসামি  গ্রেপ্তার ১


কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তার নাম মো. আনোয়ার ইসলাম।  বৃহস্পতিবার (৪ মে) রাত নয়টার দিকে উপজেলার পূর্ব সাতঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ মে) সকালে কক্সবাজার র‍্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম খান গণমাধ্যমকে এই তথ্য জানান। 

অতিরিক্ত পুলিশ সুপার জানান, কক্সবাজারের সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস দল উপজেলার পূর্ব সাতঘরিয়া পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় দীর্ঘ ছয়বছর আত্মগোপনে থাকা মাদক মামলার পলাতক আসামি আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানায় মামলা রয়েছে। 

শামসুল আলম খান  আরও জানান, আনোয়ার ইসলাম মাদক মামলার সঙ্গে জড়িত থাকার কথা  স্বীকার করেছেন। তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা বিজনেস/আনাম/এনই



আরো পড়ুন