২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



রাবি ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ৪৫ শিক্ষার্থী

রাবি প্রতিনিধি || ০৩ মে, ২০২৩, ০৬:৩৫ এএম
রাবি ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ৪৫ শিক্ষার্থী


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়েছে মঙ্গলবার (২ মে)। এবার ৩ হাজার ৯৩০ আসনের বিপরীতে ৩ ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট ১ লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এ হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ৪৫ জন ভর্তিচ্ছু।

বুধবার (৩ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা এসব তথ্য নিশ্চিত করেছেন৷ 

এর আগে প্রাথমিক আবেদন শেষে ভর্তিচ্ছুদের এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত আবেদনের তালিকা প্রকাশ করা হয়৷ এতে নির্বাচিত শিক্ষার্থীরা গত ৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কয়েকটি ধাপে তাদের চূড়ান্ত আবেদন সম্পন্ন করেন৷

অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা বলেন, ‌‘মঙ্গলবার রাত ১২টায় চূড়ান্ত আবেদন শেষ হয়েছে। এ বছর ৩ ইউনিট মিলিয়ে কোটাসহ মোট আবেদন করেছেন ১ লাখ ৭৮ হাজার ৫৭৪ জন ভর্তিচ্ছু। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি।

আগামী ২৯ মে ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা৷ এছাড়া ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে ৩০ মে এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে ৩১ মে৷ প্রতি ইউনিটে চার শিফট করে মোট ১২ শিফটে পরীক্ষা হবে৷ ১০০ নম্বরে এক ঘণ্টার পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ৮০টি। এতে প্রতি ৪টি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে পরীক্ষার্থীদের।

জাইমা/এইচ



আরো পড়ুন