১৮ মে ২০২৪, শনিবার



১২০০ ডলার সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা

স্টাফ রিপোর্টার || ০২ মে, ২০২৩, ০৭:০৫ পিএম
১২০০ ডলার সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা


হজ পালনের জন্য এ বছর হজযাত্রীরা সব ধরনের খরচ বাদে ১ হাজার ২০০ ডলার বা ১ লাখ ২৭ হাজার টাকা সঙ্গে নেওয়ার সু‌যোগ পাবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক । মঙ্গলবার (২ মে) বাংলা‌দেশ ব্যাংকের বৈ‌দে‌শিক মুদ্রা ও নী‌তি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হজের সার্বিক খরচ ছাড়া প্রত্যেক হজযাত্রী ১ হাজার ২০০ মার্কিন ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন। তবে হজযাত্রীদের ক্ষেত্রে ভ্রমণ কোটা প্রযোজ্য হবে না। এ নিয়ে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা ছাড়করণের ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

হজ যাত্রীরা গত বছরও একই  ১ হাজার ২০০ ডলার বা সমপ‌রিমাণ বৈদেশিক মুদ্রা নেওয়ার সু‌যোগ পেয়েছিলেন। এই বছরের কারেন্সি অনুযায়ী একজন হজ যাত্রী ১ লাখ ২৭ হাজার ১৫৬ টাকা নিয়ে হজ পালন করতে যেতে পারবেন।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন