০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



পান্তর ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে টপকালো ভারত

ক্রীড়া ডেস্ক || ২৩ ডিসেম্বর, ২০২২, ০২:১২ পিএম
পান্তর ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে টপকালো ভারত


মিরপুর টেস্টে দ্বিতীয় দিনের মতো চলছে খেলা। দিনের শুরুতে তাইজুলের ঝড়ে চাপে ছিল ভারত। কিন্তু দিন যত বাড়তে থাকে ভারতীয় ব্যাটাররা তত শক্তিশালী হয়ে ওঠে। ইতোমধ্যে বাংলাদেশের দেওয়া ২২৭ রানের চ্যালেঞ্জ মাত্র ৪ উইকেটের বিনিময়ে টপকে যায় ভারত।  

বিশেষ করে ঋষভ পান্ত। টেস্ট ফরম্যাটে টি-টোয়েন্টির আদলে খেলেন ভারতের এই আগ্রাসী ব্যাটসম্যান। এই ব্যাটসম্যানের ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে শ্রেয়াস আইয়ারের যোগ্য পার্টনারশিপে সহজেই টপকে যায় বাংলাদেশকে। মনে হচ্ছে দিনশেষে দারুণ একটি রানের পাহাড় গড়বে ব্যাটাররা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২২৯ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল বরাবর ২২৭ রান।

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন