০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার



নতুন প্রজন্ম বাংলাদেশ-জাপান অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাবে: প্রধানমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ২৭ এপ্রিল, ২০২৩, ১২:৩৪ পিএম
নতুন প্রজন্ম বাংলাদেশ-জাপান অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাবে: প্রধানমন্ত্রী


 মহান মুক্তিযুদ্ধে সমর্থন জানানোর জন্য জাপানিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,  ‘‘নতুন প্রজন্ম আগামী বছরগুলোতে দুই দেশের মধ্যেকার ‘দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও ‘ঈর্ষণীয় অংশীদারিত্ব’কে এগিয়ে নিয়ে যাবে।’’ 

বৃহস্পতিবার   (২৬ এপ্রিল) টোকিওর আকাসাকা প্যালেস গেস্ট হাউসে ৪ জাপানি নাগরিককে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, জাপানের জনগণ অতীতের মতোই আমাদের প্রয়োজনে সরকারের পাশাপাশি সবসময় আমাদের পাশে থাকবে।’ তিনি বলেন, ‘আমি এই মহৎ অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।  যেখানে আমরা শুধু আমাদের বন্ধুদের সম্মান করছি না, বরং জাপানের সঙ্গে বন্ধুত্বের বন্ধনও উদযাপন করছি।’ 

প্রধানমন্ত্রী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যারা মানবতার স্বার্থে সোচ্চার হয়েছিলেন এবং প্রচেষ্টা চালিয়েছিলেন,  সেই মহান ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত মহৎ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান।  সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন