ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সৌদি ক্লাবে যাচ্ছেন দলটির তারকা মিডফিল্ডার মার্কো ভেরাত্তি। লিওনেল মেসির পর এবার ভেরাত্তিও ক্লাব ছাড়ছেন। ফরাসি ক্লাব ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিতে যাচ্ছেন তিনি।
সৌদি আরবের ক্লাব আল হিলাল পিএসজির তারকা ফুটবলার ভেরাত্তিকে চুক্তির প্রস্তাব দিয়েছে। ভেরাত্তি ছাড়া বর্তমান সময়ের অনেক তারকা ফুটবলারকেও প্রস্তাব দেয় সৌদি ক্লাবগুলো। তবে, আল হিলালের প্রস্তাবে সাড়া দিয়েছেন ভেরাত্তি।
ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানান, সৌদি ক্লাবের সঙ্গে চুক্তির একেবারে কাছে রয়েছেন ভেরাত্তি। ৩০ বছর বয়সী মিডফিল্ডারকে ৩ বছরের চুক্তিতে কিনতে চাচ্ছে আল হিলাল।
ভেরাত্তির আগে আল হিলাল মেসিকেও দলে ভেড়ানোর চেষ্টা করেন। মেসির পর এমবাপ্পের জন্য ১০০০ মিলিয়ন ইউরোর বাজেট নিয়ে মাঠে নেমেছে। ওই চুক্তির প্রস্তাবও ব্যর্থতার পথে। মেসি-এমবাপ্পেকে না পেলেও শেষ পর্যন্ত ভেরাত্তিকে দলে ভেড়ানোর কাজটি প্রায় সম্পূর্ণই করে নিয়েছে সৌদি ক্লাবটি।
ঢাকা বিজনেস/এমএ/