২৮ জুন ২০২৪, শুক্রবার



‘হজের প্রথম ফ্লাইট ২১ মে’

স্টাফ রিপোর্টার || ২৬ এপ্রিল, ২০২৩, ০২:০৪ পিএম
‘হজের প্রথম ফ্লাইট ২১ মে’


ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ‌‘আগামী ২১ মে থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট। কোটা পূরণে নিবন্ধনের সুযোগ আর বাড়বে না। এছাড়া হজ প্যাকেজের খরচ কমানো সম্ভব নয়।’ 

বুধবার (২৬ এপ্রিল) সচিবালয়ে ‘ই-হজ বিডি’ নামক মোবাইল অ্যাপ উদ্বোধন এবং হজ ও ওমরা সহায়িকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। 

প্রতিমন্ত্রী বলেন, ‘হজের ৩ হাজার কোটা ফাঁকা রেখেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোটা ফাঁকা থাকা কোনো সমস্যা নয়। ৯ দফা সময় বাড়িয়ে মঙ্গলবার (২৫ এপ্রিল) শেষ হয়েছে হজ নিবন্ধন। এখন হাতে আর কোনো সময় নেই। তাই কোটা পূরণ না হলেও এ বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না।’

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘হজ নিবন্ধন সহজ করতে ‘ই-হজ বিডি’ অ্যাপের উদ্বোধন করা হয়েছে। এখন থেকে হজ ও ওমরার সব সেবা ই-হজ মোবাইল অ্যাপে হবে। ঘরে বসেই হজ-ওমরার সব কার্যক্রম অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (হজ) মো. মতিউল ইসলাম, হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন