২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



টাঙ্গাইলে ঈদসামগ্রী বিতরণ ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক || ২২ এপ্রিল, ২০২৩, ০৬:৩৪ এএম
টাঙ্গাইলে ঈদসামগ্রী বিতরণ ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প


টাঙ্গাইলের বিষ্ণুপুরে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। স্থানীয় জিএম ফাউন্ডেশনের উদ্যোগে এবং বেসরকারি সংস্থা নিরাপদ সমাজের সহায়তায় কয়েকশ’ দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে,  চাল, সেমাই, চিনি ও দুধ।

রমজানের শেষ দিন শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১১টায় নবারুণ যুবসংঘের সামনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদসামগ্রী বিতরণের পর ছিল ফ্রি মেডিক্যাল ক্যাম্প। যাতে অংশ নেন ৫ জন অভিজ্ঞ ডাক্তার। এতে সহায়তা করে পাথরাইল জননী ক্লিনিক ও ডক্টর ক্লিনিক। 


ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. জিএম শফিউর রহমান। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা ও দায়রা জজ (স্পেশাল) আখতারুজ্জামান বাবুল। উদ্বোধক ছিলেন করটিয়া কলেজের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভিসতা ইলেকট্রনিক্সের পরিচালক উদয় হাকিম, নিরাপদ সমাজের নির্বাহী পরিচালক জয়দেব গোপ, ডা. নজরুল ইসলাম, ডাক্তার সাদিয়া আফরিন তিশা, ডাক্তার মাহবুবুর রহমান রিপন, ডাক্তার রাকিবুল ইসলাম সাব্বির ও ডাক্তার মেহেদী হাসান। 

ঢাকা বিজনেস/এইচ




আরো পড়ুন