২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



হিলি-ঢাকা নেই কোনো ট্রেন, যাত্রীদের দুর্ভোগ

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ২০ এপ্রিল, ২০২৩, ০৪:৩৪ এএম
হিলি-ঢাকা নেই কোনো ট্রেন, যাত্রীদের দুর্ভোগ


দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী কোনো ট্রেন না থামায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারি চাকরিজীবীসহ সাধারণ যাত্রীদের পাশের স্টেশন বিরামপুর বা পাঁচবিবিতে গিয়ে ঢাকাগামী ট্রেন ধরতে হচ্ছে। স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, হিলি রেল স্টেশন দিয়ে ঢাকাগামীসহ বিভিন্ন রুটের ১০ জোড়া ট্রেন চলাচল করে। কিন্তু থামে মাত্র তিনটি। তবে, ঢাকাগামী কোনো ট্রেন হিলিতে থামে না।   

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাত সাড়ে ৮টা। হিলি সিএনজি স্টেশনে দাঁড়িয়ে আছেন একজন সরকারি কর্মচারী। কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‌‘আজ থেকে সরকারি ছুটি। তাই পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। আগে থেকে অনলাইনে নীলসাগর ট্রেনের টিকেট কেটে রেখেছিলাম। হিলিতে ঢাকাগামী কোনো ট্রেন থামে না। বিরামপুরে ট্রেনের সময় রাত ১০টায়। তাই সিএনজিতে করে বিরামপুরে যাচ্ছি ঢাকাগামী নীলসাগর ট্রেন ধরতে। হিলিতে থামলে আর এত আগে বিরামপুর যেতে হতো না। এটা একটা বাড়তি ঝামেলা।’ 

স্থানীয় বন্দরের ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম পরিবার নিয়ে বিরামপুর যাচ্ছেন অটো বাইক ধরে। তিনি বলেন, ‘অনলাইনে টিকিট কাটা আছে। বিরামপুর ট্রেন আসবে রাত সাড়ে ১২টায়। তাই অটোবাইক নিয়ে আগেভাগেই বিরামপুর যাচ্ছি। হিলিতে যদি ট্রেন থামতো, এত আগে আর কষ্ট করে বিরামপুরে যেতে হতো না।’ 

হিলি রেলওয়ে স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী ঢাকা বিজনেসকে বলেন, ‘হিলি রেল স্টেশনের ওপর দিয়ে ঢাকাসহ বিভিন্ন রুটের ১০ জোড়া ট্রেন চলাচল করে। কিন্তু থামে মাত্র ৩টি ট্রেন। এরমধ্যে দুটি রাজশাহী গামী (তাও আবার একমুখী) আরেক খুলনাগামী মেইল ট্রেন। এই ট্রেন ৩টিই দিনের বেলা হিলিতে থামে। ঢাকাগামী কোনো ট্রেন হিলিতে দিনে বা রাতে থামে না।’ 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন