২৬ জুন ২০২৪, বুধবার



গাজীপুর সিটির ৩ কাউন্সিলরের প্যানেল মেয়র পদ স্থগিত

ঢাকা বিজনেস ডেস্ক || ১৫ জানুয়ারী, ২০২৪, ০২:০১ পিএম
গাজীপুর সিটির ৩ কাউন্সিলরের প্যানেল মেয়র পদ স্থগিত


গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র হিসেবে ৩ কাউন্সিলরকে নির্বাচিত করা মেয়রের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৫ জানুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তিন প্যানেল মেয়র হলেন, গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল, মোছা. রাখি সরকার ও মো. মিজানুর রহমান। হাইকোর্টের স্থগিত আদেশের ফলে তারা প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন ও দেওয়ান আসাদ জামান।

এর আগে ২০২৩ সালের ১৫ অক্টোবর গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল, মোছা. রাখি সরকার ও মো. মিজানুর রহমানকে প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন কাউন্সিলর নুরুল ইসলাম নুরু।



আরো পড়ুন