১৮ মে ২০২৪, শনিবার



বঙ্গবন্ধু সেতু পারাপারে মোটরসাইকেলের দীর্ঘ সারি

টাঙ্গাইল সংবাদদাতা || ১৯ এপ্রিল, ২০২৩, ০১:০৪ পিএম
বঙ্গবন্ধু সেতু পারাপারে মোটরসাইকেলের দীর্ঘ সারি


পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে বিপুল সংখ্যক মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। ভোর রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। অনেকেই গণপরিবহনের পরিবর্তে মোটরসাইকেল নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে। আজ (১৯ এপ্রিল) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় মোটরসাইকেলের জন্য নির্ধারিত টোল বুথের সামনে শত শত মোটরসাইকেল দেখা যায়। এতে সেখানে দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। 

সরেজমিনে দেখা যায়, শত শত মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজার সামনে অপেক্ষা করছে। এসময় সেতু কর্তৃপক্ষের লোকজন মোটরসাইকেল আরোহীদের নির্ধারিত টোলের টাকা হাতে রাখার জন্য মাইকিং করছেন। 

যাত্রী মোবারক হোসেন বলেন, ‘ভোররাতে নারায়নগঞ্জ থেকে রওয়ানা হয়েছি মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার জন্য। মহাসড়ক ফাঁকা ছিল বিধায় তাড়াতাড়ি আসতে পেরেছি।’ 

স্ত্রী নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছেন গ্রামীণ ব্যাংকে কর্মরত আবুল কালাম। তিনি বলেন, ‘ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি। সেতু পার হলেই 

বাড়ি। তাই স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছি। আমার মতো শত শত মোটরসাইকেলের আরোহী অপেক্ষা করছে সেতু পার হতে। ছুটির প্রথম দিনে মহাসড়ক ফাঁকা ছিল। ঝামেলা ছাড়াই মোটরসাইকেলে বাড়ি যাওয়া সহজ।’ 

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘ভোররাত থেকেই সেতুতে মোটরসাইকেল পারাপারে দীর্ঘ সারি ছিল। মোটরসাইকেলের জন্য আলাদা বুথ করা হয়েছে।’ 

নোমান/এইচ



আরো পড়ুন