২৬ জুন ২০২৪, বুধবার



হিলিতে জমে উঠলো ঈদের কেনাকাটা

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ১৪ এপ্রিল, ২০২৩, ১২:০৪ পিএম
হিলিতে জমে উঠলো ঈদের কেনাকাটা


অবশেষে দিনাজপুরের হিলিতে দোকানিদের মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক। জমে উঠেছে ঈদের কেনাকাটা। গেলো ১ সপ্তাহ  ( ৭ এপ্রিল) অলস সময় পারলেও এখন ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। স্থানীয় ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা হিলিতে আসছেন পছন্দের পোশাক কিনতে। পছন্দ ও বাজেটের মধ্যে হলে কিনছেন কাঙ্ক্ষিত পোশাক।  শুক্রবার ( ১৪ এপ্রিল) হিলি বাজারের দোকানদানসহ ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। 

কথা হয়, হিলি বাজারের লাবণ্য ফ্যাশনে তৈরি পোশাক কিনতে আসা মোছা. বিলকিছ আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা বগুড়া থেকে এসেছি। শুনেছি হিলিতে কমদামে ভালোমানের তৈরি পোশাক পাওয়া যায়। তাই পরিবারের সবার জন্য কাপড় কিনতে এসেছি। এই দোকান থেকে বাচ্চাদের ২ সেট তৈরি পোশাক কিনলাম। দাম মোটামুটি নাগালের ভেতরে। বগুড়ার চেয়ে কিছুটা কম।’

গাইবান্ধা থেকে এসেছেন মো. সাগির হোসেন। তিনি বলেন, ‘আমি আসলে বাইকের পার্টস কিনতে এসেছি। ঈদের সময় হওয়ায়  স্ত্রীকেও  নিয়ে এসেছি। ঈদের কেনাকাটা সেরে নেবো। দোকান ঘুরে ঘুরে দেখছি। পছন্দ হচ্ছে, কিন্তু বাজেটে মিলছে না। আর দু’একটি দোকান ঘুরে দেখি দরদামে মিললে কিনবো। না হলে ফিরে যেতে হবে।’

এছাড়া, ছোট ছোট দোকানগুলো থেকে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী নিজের ও প্রিয়জনদের জন্য কম দামের পোশাক কিনছে। 

লাবণ্য ফ্যাশনের মালিক মো. আনারুল ইসলাম বলেন, ‘১ সপ্তাহ আগে (১৫ রোজায়) একেবারে বেচাবিক্রি ছিল না। ১৫ রোজার পর থেকে বিক্রি একটু বেড়েছে। স্থানীয় ছাড়াও বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসছেন।  এখন ব্যস্ত সময় পার করছি আমরা। আমার দোকানে নতুন নতুন আইটেমের পোশাক আছে। দামও সধ্যের মধ্যে।’

আরেক দোকানি মো. রহমত আলী বলেন, ‘আমার দোকানে ছোটদের পোশাক বেশি। দামও কম। নিম্ন ও মধ্যবিত্ত আমার দোকানের খরিদ্দার। রমজান মাসের প্রথম দিকে বিক্রি কম হলেও ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, বিক্রিও তত বাড়ছে।’

পোশাকের দোকান ছাড়াও কসমেটিক্স দোকানগুলোতে ভিড় করছেন নারীরা। তারা বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী কিনছেন। কসমেটিক্স দোকানগুলোতে জমজমাট হয়ে উঠেছে বিক্রি। 

তোয়া কসমেটিক্সের মালিক তৌহিদুল ইসলাম বলেন, ‘ঈদ উপলক্ষে আমাদের দোকানে কসমেটিক্স সামগ্রীসহ মেয়েদের বিভিন্ন প্রকার প্রসাধনী বিক্রি বেড়েছে। স্থানীয় ছাড়াও দিনাজপুর, জয়পুরহাট, বগুড়াসহ বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসছেন প্রসাধনী সামগ্রী কিনতে।’

হিলি হাটবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.  আরমান আলী প্রধান ঢাকা বিজনেসকে বলেন, ‘প্রতিবছর ঈদের সময় হিলিতে ক্রেতা সমাগম অন্যান্য সময়ের চেয়ে বাড়ে। ক্রেতাদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কমিটির পক্ষ থেকে নজরদারির ব্যবস্থা করা হয়েছে।’

ঢাকা বিজনেস/এনই




আরো পড়ুন